মেগা প্রজেক্ট
ঢাকায় শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়নও বাড়াতে হবে: উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাসযোগ্য ঢাকার জন্য শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, এর সঙ্গে সবুজায়ন বাড়াতে হবে। এছাড়া উন্মুক্ত জায়গা, বসার স্থান ও তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।
উপদেষ্টা বলেন, ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। এছাড়া বাসযোগ্য ঢাকা গড়তে হলে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার।
আরও পড়ুন: সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম
সোমবার (৭ অক্টোবর) রাজউকে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।’
উপদেষ্টা বলেন, উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘের গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মসচিব নায়লা আহমেদ।
আরও পড়ুন: বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা
ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ছাত্র জনতার আত্মত্যাগ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
২ মাস আগে