উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম
আরও একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
মঙ্গলবারের (৮ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুর্গাপূজার ছুটি চলবে টানা চারদিন।
মাহফুজ আলম বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
এছাড়াও বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম।
আরও পড়ুন: দুর্গাপূজায় দেশজুড়ে তিন স্তরের নিরাপত্তার নিশ্চয়তা আইজিপির
মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা।
তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গাপূজার আনুষ্ঠানিক উদযাপন শুরু হচ্ছে বুধবার ষষ্ঠীর (৯ অক্টোবর) মধ্য দিয়ে আর শেষ হবে রবিবার (১৩ অক্টোবর) দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এর পরিপ্রেক্ষিতে রবিবারও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে এ বছর দুর্গাপূজার ছুটি চারদিন হলো।
রাজধানীর ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
২ মাস আগে