ডিম বিক্রি
সিরাজগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ না থাকায় ৩ ডিমের আড়দের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মাহমুদ হাসান রনি।
আরও পড়ুন: বাজার স্থিতিশীল করতে সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার
সহকারী পরিচালক রনি জানান, ডিমের বাজারে অস্থিরতা রোধ করতে সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাপাড়ার মোহনপুরসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ (ক্যাশ মেমো) না দেওয়ায় মুন অ্যাগ্রোভিটকে (পোল্ট্রি খামার) ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়ৎ ও সিরাজ ডিমের আড়ৎকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৩১৮৪০ ডিম আমদানি
১ মাস আগে