দেবী দুর্গার
শুরু হলো শারদীয় দুর্গাপূজা
দেশজুড়ে মন্দির ও অস্থায়ী মণ্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহাষষ্ঠীর দিন দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হলো।
এ বছর রাজধানীতে ২৫৭টিসহ সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
এবছর সরকার দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছে।
পূজার উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
ঢাকেশ্বরী মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক পদক্ষেপ নিচ্ছে।
দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন: দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার
২ মাস আগে