ব্যাংক বন্ধ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
পড়ুন: ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না: ফখরুল
২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার স্মরণে দিনটি জাতীয়ভাবে উদযাপন করা হবে। গত বছরের জুলাই মাসজুড়ে চলা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং তার সরকার পতনের ঘটনা ঘটে।
এ প্রেক্ষাপটে ব্যাংকিং কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১২৪ দিন আগে
দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির দিনে দেশের সব ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৮ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মাধ্যমে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মঙ্গলবার গভীর রাতে এই নোটিশের মাধ্যমে ব্যাংকগুলো বন্ধ থাকার কথা জানানো হয়।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ বিশেষ ব্যবস্থায় চালু থাকবে, যাতে এসব গুরুত্বপূর্ণ খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যায়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: তারল্য সংকটে ব্যাংকগুলো: সীমিত নগদ উত্তোলনের বিষয়ে হতাশ গ্রাহকরা
৪২৩ দিন আগে