নাছিম আখতার
চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে তাকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগ দিতে অনুমতি দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েবসাইটে উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়।
আরও পড়ুন: ইউসিএসআই ইউনিভার্সিটির নতুন উপউপাচার্য অধ্যাপক এনামুল হক
গত জুলাই মাসে ছাত্র-জনতার তুমুল আন্দোলনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচি চাঁদপুরে পালনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনে বাধা দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের হুমকি-ধামকিও দেন।
এছাড়া ডিবি পুলিশের কাছে অনেক শিক্ষার্থীর নাম-ঠিকানাও দিয়ে অভিযোগ করেন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি চাঁদপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস থেকে চলে যান। পরে ঢাকায় অবস্থান করে সেখান থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছিলেন বলে শিক্ষকরা জানান।
আরও পড়ুন: পবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
২ মাস আগে