ভারতীয় গাঁজা জব্দ
গাংনীতে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের অভিযোগে সবুজ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব—১২ এর সিপিসি—৩ গাংনী ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাতেই গ্রেপ্তারকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
২ মাস আগে