গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি
সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
গাইবান্ধায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মাহবুব গিনির ১০ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড বাতিল ও তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর তাকে ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন নামঞ্জুর
ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর
২ মাস আগে