সালেহউদ্দিন
মূল্যস্ফীতি কমেছে ১ শতাংশ: সালেহউদ্দিন
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতি এক শতাংশ কমেছে এবং সরকার বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে।
বুধবার সরকারি ক্রয় সম্পর্কিত উপদেষ্টা পরিষদের কমিটির (এসিসিজিবি) বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দয়া করে অধৈর্য হবেন না... সরকার এটা নিয়ে কাজ করছে এবং আরও কিছুটা সময় লাগবে। ইতোমধ্যে পেঁয়াজ, আলু ও চিনির আমদানি শুল্ক কমানো হয়েছে। সুতরাং, আপনারা শিগগিরই ফলাফল দেখতে পাবেন।’
আরও পড়ুন: আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস
তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না।
উপদেষ্টা বলেন, ‘আমরা মসুর ডাল, এলএনজি ও সার আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আজ চিনির আমদানি শুল্ক কমানো হয়েছে। তাই কৃষিপণ্যের মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে এবং এটি একদিনে ঘটেনি।
তিনি বলেন, ‘মার্কেট ফ্যাক্টর, প্রোডাকশন ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর–এরকম অনেক ফ্যাক্টর আছে–পুরোনো মানুষ চলে গেছে এবং নতুন লোক বাজারে এসেছে। কিছু জিনিস হাত বদল হয়েছে।’
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি হবে ১০.১ শতাংশ: এডিবির পূর্বাভাস
১ মাস আগে