৫৪ কোটি টাকা ঋণ
৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
আর্থিক সংকটে পড়া ৩৯টি পোশাক কারখানার সহায়তায় বাংলাদেশ ব্যাংকের কাছে সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বেশ কিছু কারখানা আগে সুষ্ঠুভাবে চললেও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে পূর্ণ উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় বিজিএমইএর গভীর দুঃখ প্রকাশ; পরিবারকে ক্ষতিপূরণ
পরিস্থিতি খতিয়ে দেখে এসব কারখানাকে প্রয়োজনীয় ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানিয়ে গত ৬ অক্টোবর অর্থ উপদেষ্টা বরাবর চিঠি পাঠায় বিজিএমইএ। ওই চিঠিতে এসব উদ্বেগের কথা জানানো হয়।
এই ৩৯টি কারখানায় কর্মরত প্রায় ৫৬ হাজার শ্রমিকের বেতন সময়মতো পরিশোধে ৫৪ কোটি টাকা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছে বিজিএমইএ। এ শিল্পে আরও সম্ভাব্য সংকট এড়াতে এবং হাজার হাজার শ্রমিকের জীবিকা রক্ষায় আর্থিক সহায়তার প্রয়োজনের উপর জোর দিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: বিজিএমইএ'র প্রচেষ্টার পরও আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ
২ মাস আগে