কুড়ালের আঘাত
সিলেটে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
সিলেটের বিয়ানীবাজারে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাই কাদির ও ছোট ভাই আদিল আহমদ (২৫) ওই উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা।
স্থানীয় তরুণ আনান আহমেদ জানান, পরিবারিক কলহের জেরে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায় মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে আদিলের মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
নিহত আদিল আহমদ এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিরিন বেগম বলেন, ‘বিকালের দিকে আদিল নামে এক রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ধারালো অস্ত্রের আঘাতে মাথায় আঘাত পেয়েছে তিনি। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বড় ভাইকে ধরতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোলাপগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
২ মাস আগে