নৈশ্যপ্রহরী
জামালপুরে সেপটিক ট্যাংক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
জামালপুর শহরের দেওয়ানগঞ্জ বাইপাস মোড় এলাকার সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে শান্তিনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন এক ভবনের নিচতলার সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার
চাঁন মিয়া জামালপুরের কেন্দুয়া গওহেরপাড়ার ছাবেদ আলীর ছেলে এবং বাইপাস মোড় দোকান মালিক সমিতির অধীনে নৈশপ্রহরীর কাজ করতেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সেপটিক ট্যাংকে নৈশপ্রহরী চাঁন মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারা জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিলে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
১৭৮ দিন আগে