সাংবাদিক স্বপন ভদ্র
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে জমির বিরোধে বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় মাদক বেচাকেনা এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত স্বপন ভদ্র (৫৫) তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন তিনি।
তিনি আগে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।
স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র বাড়ির সামনে চেয়ারে বসে সংবাদপত্র পড়ছিলেন। এসময় দুবৃর্ত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সাতক্ষীরায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ আটক ৭
১ মাস আগে