পৈতৃক সম্পত্তি
মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
মেহেরপুরের গাংনীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যায় অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদকে আটক করেছে পুলিশ।
আটক মহিবুল ইসলাম ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক।
এর আগে শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)।
নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অন্যবোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।
তাজুল ইসলাম জানান, পৈতিৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন অপর বোন শামীমা খাতুন পিতার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেছিলেন। একপর্যায়ে বড় বোন জোছনা, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এই ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন: পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি: ২ যুবককে আটক
২ মাস আগে