১৩২ জন
বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা
বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে ৪০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বগুড়ার আকাশতারা গ্রামের জেল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।
আরও পড়ুন: ফরিদপুরে শেখ হাসিনাসহ আ. লীগের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বাদী তার এজাহারে অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আসামিরা শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ জুলাই বগুড়ার কাঁঠালতলায় আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে ছাত্রজনতার ওপর হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার চোখ জখম হয়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন চিকিৎসার কারণে মামলা করতে দেরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, বাদীর এজাহার মামলা হিসেবে দণ্ডবিধির ১৪৩, ৩২৬, ৩০৭ ও ১০৯ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা
২ মাস আগে