২ কলেজছাত্রী
ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
ফরিদপুরে মদ্যপানে পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পূজা (২০) মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে এবং রত্না (২৬) উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের রতন কুমারের মেয়ে।
আরও পড়ুন: মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
একই বাসায় থাকা বিথী জানান, শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন পূজা আর রত্না। ক্রমশ অবস্থায় অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় আনা হয় ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল থেকে জানানো হয়েছে দুই নারীর মদ্যপানে মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
২ মাস আগে