পাহাড়ি ঢল ও বর্ষণ
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তলিয়ে গেছে ফসলি জমি
পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এরইমধ্যে যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: ৫০ বছরের মধ্যে সাহারা মরুভূমিতে প্রথম বন্যার বিরল দৃশ্য
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এতে যমুনার তীরবর্তী অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেসব এলাকায় জমিতে থাকা রোপা আমন, কালাই ও বাদাম তলিয়ে গেছে।
এছাড়াও আগাম শীতকালীন সবজি ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে।
অসময়ে নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কায় আতঙ্কে আছে যমুনা পাড়ের মানুষ।
এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন বলেন, যমুনায় ক্রমাগত পানি বাড়ছে। এতে যমুনার অভ্যন্তরের চরাঞ্চলের বিভিন্ন ফসল ডুবে গেছে। আরও ২-১ দিন পানি বাড়তে পারে।
তবে বন্যার আশঙ্কা নেই বলে জানান তিনি।
আরও পড়ুন: শেরপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
২ মাস আগে