র্যাব-সেনাবাহিনী পরিচয়
মোহাম্মদপুরে র্যাব-সেনাবাহিনী পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, থানায় মামলা
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাব পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাত ৩টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় বেড়িবাঁধ এলাকার হাজী ভিলায় এ ঘটনা ঘটে।
এসময় ওই বাসা থেকে ৮৫ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় র্যাব ও সেনাবাহিনী পরিচয়ে আসা দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ৪ থেকে ৫টি হায়েস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র্যাবের পোশাকে এবং বাকি কয়েকজন সাধারণ পোশাকে ছিল।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা
বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুইজন এসে আমার দুই হাত ধরে বলে তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম, আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে।’
এসময় বাসায় থাকা ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার জানান, সেনাবাহিনীর পোশাক পরে তারা এমনভাবে এসেছে যে দেখলে কেউ আলাদাভাবে শনাক্ত করতে পারবে না তারা যে ভুয়া। আশেপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে আসা কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে।
শিগগিরই তাদের আটক করা হবে বলে আশা প্রকাশ করেন ওসি।
ওসি আরও জানান, ‘রবিবার রাতে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। অভিযান চলছে আশা করি ভালো কিছু তথ্য দিতে পারব।’
র্যাব বেশ কয়েকজনকে আটক করছে এ প্রশ্ন করলে তিনি জানান, ‘এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানতে পারিনি।’
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
২ মাস আগে