কৃষকের ঝুলন্ত লাশ
রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের দুই ছেলেসন্তান রয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া-কলহ লেগেই থাকত আবুল হোসেনের। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। রবিবার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখা যায় আবুল হোসেনকে।
আরও পড়ুন: লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ মাস আগে