নিউইয়র্কগামী বিমান
বোমা আতঙ্কে নিউইয়র্কগামী বিমানের জরুরি অবতরণ
নিরাপত্তাজনিত কারণে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে উড়োজাহাজটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) জরুরি অবতরণ করে। এরপরই সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এআই১১৯ নামের উড়োজাহাজটি মুম্বাই ও জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের (জেএফকে) মধ্যে চলাচলের সময় নিরাপত্তাজনিত সতর্ক বার্তা পায়।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, সতর্কবার্তা পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটি বিমানটিকে দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সবার সুস্থতা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।’
আরও পড়ুন: বিমানবন্দরের হর্নমুক্ত ঘোষিত এলাকায় বেজেই চলেছে হর্ন
অবতরণের পরে, বিমানটিকে আইজিআই বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন রানওয়েতে রাখা হয়েছে। বম্ব স্কোয়াডের একটি দলসহ নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়নের জন্য তৎক্ষণাৎ পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে।
যাত্রী, ক্রু ও বিমানবন্দরের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সাবধানতার সঙ্গে অনুসরণ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, নিরাপত্তা হুমকির বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক: বেবিচক চেয়ারম্যান
২ মাস আগে