জোরপূর্বক গর্ভপাত
স্ত্রী পরিচয়ে নারীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা, নারী আটক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে নারীকে জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
ঢাকা থেকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনার ৪ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) শ্রীনগর পশ্চিম সিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত গর্ভপাত করাতে আসা আম্বিয়া নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকারের দাবিতে বিক্ষোভ
স্থানীয়রা জানায়, বিবাহবহির্ভূত সম্পর্কের সূত্র ধরে দিপা ২ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় রিপনকে বিয়ের জন্য চাপ দিলে বাড়িতে নিয়ে আসে।
আজ দিপার ইচ্ছার বিরুদ্ধে রিপন গর্ভপাত করানোর জন্য ঢাকা থেকে ৪ জনকে আনে। তারা এসে জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা করে।
এসময় দিপার চিৎকারে তাকে জলাতঙ্ক রোগের চারটি ভ্যাকসিন পুশ করা হয়। এরপর দিপাকে রিপনসহ বাড়ির লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পায়ের হাড় ভেঙ্গে দেওয়াসহ বর্বর নির্যাতন করে।
পরে স্থানীয়রা এসে দিপাকে উদ্ধার করে এবং গর্ভপাত করাতে আসা আম্বিয়া (৪২) নামে এক নারীকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে দিপাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং আম্বিয়াকে থানায় নিয়ে আসে। পুলিশ আসার আগেই রিপন পালিয়ে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাশফি বলেন, নির্যাতনের কারণে দিপা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।
এছাড়া দিপার হাত পায়ের হাড় ভাঙা এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানান স্বাস্থ্য চিকিৎসক কাশফি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, খবর পাওয়ার সঙ্গে সেঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক নারী আম্বিয়া থানায় আছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গর্ভপাতের সাংবিধানিক অধিকারের অবসান
২ মাস আগে