শিশুসহ ৪ জনের মৃ
চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) খইয়াছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজল রেখা, নুরজাহান, শিরিনা ও ৭ মাস বয়সি শিশু নিহাত।
আরও পড়ুন: বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
স্বজনরা জানান, সীতাকুণ্ডে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নিহতরা খইয়াছড়া এলাকার একটি অটোরিকশায় উঠছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মিরসরাইয়ে খইয়াছড়ায় অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
২ মাস আগে