মতিয়া চৌধুরীর মৃত্যু
মতিয়া চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে সামনে তার জানাজা সম্পন্ন হয়।
এর আগে মতিয়া চৌধুরীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তার বাসায় পৌঁছালে বন্ধুবান্ধব, পরিবার ও অনুসারীরা তাকে শেষ বিদায় জানায়।
মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানান, সিটি করপোরেশনের কাছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের জন্য নতুন কবর চাওয়া হয়েছে। যদি পাওয়া যায় তাহলে সেখানে দাফন করা হবে; অন্যথায় স্বামী বজলুর রহমানের কবরে তাকে দাফন করা হবে।
বুধবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরীর প্রয়াণের মধ্য দিয়ে একটি যুগের অবসান হলো। বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হলো অপূরণীয় শূন্যতা। মতিয়া চৌধুরী একজন দৃঢ়চেতা নেতা এবং জনগণের জন্য একজন অনুরাগী প্রবক্তা হিসেবে আগামী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: মতিয়া চৌধুরী মারা গেছেন
২ মাস আগে