অভিনেতা সোহেল রানা
'আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না’: উপদেষ্টা নাহিদকে অভিনেতা সোহেল রানা
আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোহেল রানা লিখেছেন, 'ভাই নাহিদ, আপনার জন্মই হয়নি এমন সময়ের দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মরণে এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার দিনসহ আটটি জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে গণমাধ্যমে নাহিদের মন্তব্যের পর তিনি এ পোস্ট দেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নাগরিকদের ওপর বেশ কয়েকটি দিবস চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকারন করে না।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার: উপদেষ্টা নাহিদ
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা-রাজনীতিবিদ সোহেল রানাসহ সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়।
সেই পাবলিক পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও পরিচালক নূনা আফরোজ মন্তব্য করেন, ‘এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?’
এর পরপরই আরেকটি পোস্টে সোহেল রানা আরও লেখেন, ‘ইউটিউবার টেলিভিশন আপনার ইন্টারভিউ নিচ্ছে। ৭ মার্চের ভাষণের ব্যাপারে আপনার বক্তব্যের পর ওদের স্থান ত্যাগ করা উচিত ছিল।’
ঢালিউডের 'স্বর্ণযুগ'র খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ সোহেল রানা সম্প্রতি 'বাংলাদেশ জাস্টিস পার্টি' নামে নতুন রাজনৈতিক দল চালু করেছেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম
২ মাস আগে