বালুর ট্রাক
খালেদার বাসার সামনে বালুর ট্রাক: গুলশান থানার সাবেক ওসি রিমান্ডে
২০১৩ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন রফিকুলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম সৈকত।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
বাসার সামনে বালুর ট্রাক রাখা ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাগরিক অধিকার হরণের দায়ে শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে গত ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরিফুল ইসলাম শাওন।
মামলার এজাহারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ১ নম্বর এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় অপর উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন শুরু করে। ২৯ ডিসেম্বর ২০১৩ ‘মার্চ অব ডেমোক্রেসি’র ডাক দেয় বিএনপি। সেখানে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা। এর আগেই ২৮ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র গেটের সামনে ও আশপাশে বালুভর্তি পাঁচ থেকে ছয়টি ট্রাক এলোমেলো করে রেখে উল্লেখিত আসামিরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেন।
আরও পড়ুন: ছাত্রলীগের নেতা সম্রাট ৪ দিনের রিমান্ডে
২ মাস আগে