১২ বাস আটক
জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের বাস আটক করেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভিক্টর ক্লাসিকের ১২টি বাস আটক করে রাখে।
হেনস্তার শিকার জবি শিক্ষার্থী ইশা বলেন, ১৪ অক্টোবর নতুনবাজার থেকে সদরঘাট যাওয়ার জন্য আমি ও আমার বোন ভিক্টর ক্লাসিক বাসে উঠি। আমি সম্পূর্ণ ভাড়া দিলেও গুলিস্তান এসে বলে বাস সদরঘাট যাবে না।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরে গুলিস্তান থেকে সদরঘাট আসার ভাড়া চাইলে সহকারী আমাকে হেনস্তা করা শুরু করে এবং জবির শিক্ষার্থী পরিচয় দিলেও, সহকারী বলে ভাড়া ফেরত দেব না। বিভিন্ন হেনস্তামূলক কথা বলে আমাকে।
শুক্রবার বাসে যৌন হয়রানির একটি পোস্ট দেখে আমরা সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করি এবং ১৯ অক্টোবর এসে অভিযোগ করেছি।
প্রক্টর বরাবর বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইসনাইন জান্নাত হয়রানির বিচার চেয়ে অভিযোগ করেন, যার ভিত্তিতে ভিক্টর ক্লাসিকের বাস মালিকদের সঙ্গে বসে বিশ্ববিদ্যালয়ের প্রসাশন।
এ ঘটনায় ভিক্টর ক্লাসিকের মালিক পক্ষ মোহাম্মদ দুলাল, শাহ আলমসহ অনেকেই আসেন। তাদের ঘটনার বিষয়ে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং প্রক্টর বরাবর তিন দিনের সময় নিয়ে মুচলেকা দেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ্জামুল হক বলেন, মালিক পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর ভেতরের তারা ওই অভিযুক্ত সহকারীকে হাজির না করলে ভেক্টর ক্লাসিকের সব বাস বন্ধ করে দেওয়া হবে। হেল্পারকে প্রশাসনিক ভাবে আইনের আওতায় এনে বিচার করা হবে।
আরও পড়ুন: জবির নতুন উপাচার্য ড. রেজাউল করিম
২ মাস আগে