কোমল পানী
সিলেটে ১৫১২ ক্যান ভারতীয় কোমল পানীয় জব্দ, আটক ১
সিলেটে রেডবুল নামে ভারতীয় কোমল পানীয়ের ক্যান পাওয়ার অভিযোগে মো. ছরোয়ার আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ক্যান জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকের সময় তার কাছ থেকে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ হাজার ৫১২ ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
২ মাস আগে