মিয়ানমারের নাগরিক
সিলেটে চাকরির সন্ধানে এসে মিয়ানমারের নাগরিক আটক
ভালো চাকরির সন্ধানে সিলেটে এসে জনতার হাতে আটক হলেন মো. আনিসুর রহমান (৪৮) নামে মিয়ানমারের এক নাগরিক।
শনিবার (১৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ২০০ কেজি ইলিশ জব্দসহ ২২ জেলে আটক
আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি ৪৮ জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি।
আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
আরও পড়ুন: সিলেটে ১৫১২ ক্যান ভারতীয় কোমল পানীয় জব্দ, আটক ১
২ মাস আগে