বিশ্রামাগার
বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট জাদুঘর সংলগ্ন বিশ্রামাগারটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম উপস্থিত ছিলেন।
এছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিশ্রামাগার শেডে বিচারপ্রার্থীদের বসতে অর্ধশতাধিক আসন বসানো হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। এ শেডের পাশের ভবনে টয়লেট ও একটি স্টেশনারি দোকান রয়েছে। উচ্চ আদালতের পাশাপাশি এখন জেলা ও দায়রা জজ আদালতেও ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন বজলুর রহমান
২ বছর আগে
ক্লান্ত কৃষকের জন্য মাঠে দৃষ্টিনন্দন বিশ্রামাগার!
ফসলের মাঠে দৃষ্টিনন্দন একটি বিশ্রামাগার। ক্লান্ত কৃষকরা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন। একটু দূরে যাদের বাড়ি তারা দুপুরের খাবার এই বিশ্রামাগারেই খেতে পারছেন। এখানেই টিউবওয়েলের পানি পান করে তৃষ্ণা মেটাতে পারছেন কৃষক-কৃষাণীরা। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কৃষকসহ সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
৪ বছর আগে