রাষ্ট্রায়ত্ত
রাষ্ট্রায়ত্ত ৪ বিশেষায়িত ব্যাংকে এমডি নিয়োগ
রাষ্ট্রায়ত্ত চার বিশেষায়িত ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এফআইডির সেকশন-১ সোমবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে আনসার-ভিডিপি ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি করা হয়েছে।
আরও পড়ুন: পুনরাবৃত্তি-মূলধনী ব্যয়ের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ অর্থ মন্ত্রণালয়ের
এছাড়া সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি করার সুপারিশ করা হয়েছে।
এর আগে ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিকে একসঙ্গে অপসারণ করা হয়।
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এমডি না থাকায় এসব ব্যাংকের নতুন চেয়ারম্যানরাও ভূমিকা রাখতে পারছেন না।
অন্যদিকে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে চুক্তিভিত্তিক নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জন্য ৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আইএসও সনদ অর্জন করেছে অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেম
২ মাস আগে