কবিরাজের লাশ
শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর বস্তায় মাটিচাপা অবস্থায় এরশাদ মিয়া নামে এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরশাদ মিয়া (৪০) লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর এরশাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ অক্টোবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এরশাদের পরিবারকে জানালে তারা এসে লাশ শনাক্ত করেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাটিচাপা দিয়ে রাখে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে