রাস্তা-ফুটপাত
গুলশানে রাস্তা-ফুটপাতের অবৈধ ২৫০টি দোকান উচ্ছেদ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন গুলশান-১ ও গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।
সোমবার (২১ অক্টোবর) গুলশান-১ ও গুলশান-২ গোলচত্বর এলাকায় অন্তত ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
আরও পড়ুন: সাদিক এগ্রো খামারের একাংশ উচ্ছেদ করেছে ডিএনসিসি
অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে অধিকাংশই বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান ও হকারদের দোকান।
এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় দুটি রেঁস্তোরাকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।
অন্য একটি রেঁস্তোরার যথাযথ ট্রেড লাইসেন্স না থাকায় তা বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজটও অনেক বেড়েছে। মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: ১০ বছরে ২৬ হাজার ১৮১টি নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ: নৌপ্রতিমন্ত্রী
১ মাস আগে