বিকাশ কর্মকর্তা
সিলেটে বিকাশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই
সিলেটের বিশ্বনাথে শংকু মোহন ধর নামে বিকাশের এক ডিস্ট্রিভিশন সেলস অফিসারকে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বিশ্বনাথ-রামধানা সড়কের রামধানা এলাকায় এ ঘটনা ঘটে।
শংকু মোহন ধর বিশ্বনাথ উপজেলার বিকাশের সেলস অফিসার।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত
ওসমানীনগরের তাজপুর কদমতলা অফিসের ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের বিকাশের ডিস্ট্রিভিশন সেলস অফিসার শংকু মোহন ধরের পথরোধ করে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে যায়। গলায় ছুরিকাঘাত করায় শংকু গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ডিস্ট্রিভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ‘একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে তারা দুইদিন সময় চেয়ে আপাতত মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
২ মাস আগে