আক্রান্ত ১১৩৯
দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩৯
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৯
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৪ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৭৫ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৫ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫২ হাজার ৫৮ জন। এর মধ্যে ৬৪ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৬ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৮
৪ সপ্তাহ আগে