২০ বছরের কারাদণ্ড
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তোলেদোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির বিচার বিভাগ।
স্থানীয় সময় সোমবার (২১ অক্টোবর) দেশটির ন্যাশনাল সুপ্রিম কোর্ট অব স্পেশালাইজড ক্রিমিনাল জাস্টিসের দ্বিতীয় কলেজিয়েট আদালত এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি
ওডেব্রেখট মামলায় যোগসাজশ ও অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেওয়া হয়। লাতিন আমেরিকার ঘুষ ও দুর্নীতির বৃহত্তম কেলেঙ্কারিগুলোর একটি এই ওডেব্রেখট মামলা।
তোলেদো ছাড়াও এই মামলায় আরও তিন সাবেক প্রেসিডেন্টের ওপর তদন্ত চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। তবে প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম সাজা পেয়েছেন।
এর আগে, পেরু ও ব্রাজিলের মধ্যে সংযোগকারী আন্তঃমহাসড়ক নির্মাণের সরকারি চুক্তি বিনিময়ে ব্রাজিলীয় নির্মাণ কোম্পানি ওডেব্রেখটের কাছ থেকে অন্তত ২০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ৭৮ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হয়।
শুনানির সময় তোলেদো নিজেকে ‘নির্দোষ’ দাবি করে কোম্পানিটির সঙ্গে তিনি কখনও কোনো চুক্তি করেননি বলে জানান।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন তোলেদো।
আরও পড়ুন: লেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা
১ মাস আগে