আক্রমন
চট্টগ্রামে হাতির আক্রমনে নারী নিহত
চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে হালিমা খাতুন (৬০) নামে এক নারীরর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার বটতলী পুরাতন আশ্রয়ণ প্রকল্পের পেছনের পাহাড়ে নিহতের বৃদ্ধার শরীরের খন্ড খন্ড অংশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে হাতির সুরক্ষায় বিশেষজ্ঞ কমিটি গঠন
এর আগের সোমবার (২১ অক্টোবর) রাতে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।
নিহত হালিমা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী৷ ৭ ছেলে নিয়ে জীবনযাপন করতেন তিনি।
স্থানীয়রা জানায়, হালিমা সোমবার রাতে আশ্রয়ন প্রকল্পের পাশে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বন্যহাতির আক্রমণে মৃত্যু হয় তার। তবে ঘটনাস্থল নির্জন জায়গায় হওয়ায় হাতির আক্রমণে মৃত্যুর কথা কেউ জানেনি। দীর্ঘরাত পেরিয়ে সকালে স্থানীয়রা পাহাড়ের পাশে তার শরীরের টুকরো টুকরো অংশ দেখে সন্তানদের জানায়।
নিহতের বড় ছেলে মো শাহাব উদ্দিন বলেন, হাতির আক্রমণে আমার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়। রাতে হাতির মারাত্মক আক্রমণে শরীর টুকরো টুকরো হয়ে যায়। তবে রাতে মায়ের মৃত্যু হলেও আমরা জেনেছি সকালে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
আরও পড়ুন: জলবায়ু অর্থায়নকে ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত: পরিবেশ উপদেষ্টার
২ মাস আগে