প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের অগ্রগতি উপস্থাপন
অন্তবর্তকালীন সরকারের ১০০ দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, কমিশনগুলো যেসব প্রতিবেদন জমা দেবে তা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে।
প্রেস সচিব বলেন, দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে।
এ পর্যন্ত অর্জিত সাফল্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন আলম। তিনি বলেন, ‘একবার দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে উঠলে, অন্তবর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।’
আরও পড়ুন: আ. লীগের সমাবেশের ঘোষণায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের হুঁশিয়ারি
আলাদাভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
আলম বলেন, নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করবে।
প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন।
তার মতে, মূল অর্জনগুলো হলো-মসৃণ উত্তরণ, জুলাই-আগস্টের গণহত্যার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার, বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার রোডম্যাপ, বিপুল বৈশ্বিক সমর্থন, দুর্নীতি শূন্য, অস্থিরতা ও সংকটের দক্ষ ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনা, পররাষ্ট্রনীতিতে নতুন দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ।
প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বারবার সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন।
আসিয়ানের সদস্যপদ লাভের জন্যও সক্রিয় পদক্ষেপ নেন তিনি।
ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।
ক্যাম্পগুলোর ওপর চাপ কমাতে রোহিঙ্গাদের তৃতীয় দেশগুলোর পুনর্বাসন দ্রুত করা হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে নতুন দিকনির্দেশনার জন্য জাতিসংঘের নেতৃত্বে নতুন সম্মেলন আহ্বান করেছেন অধ্যাপক ইউনূস।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যাশা পূরণ করা।
তিনি বলেন, 'বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অনেক দল রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আলোচনার মাধ্যমে সেসব মোকাবিলা করেছে।’
বিক্ষোভ দমনে বল প্রয়োগের ঘটনা বিরল বলে উল্লেখ করেন আলম।
তিনি বলেন, স্থানীয়ভাবে অস্থিরতার কারণে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘কিছু সমস্যা এখনও রয়েছে, কিন্তু সেগুলো আমাদের রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলেনি।’
প্রেস সচিব বলেন, শেষ ১০০ দিনে সমাজে অভূতপূর্ব বিরোধী মত প্রকাশ করতে দেখা গেছে।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালনী সরকারের মাত্র ৪ জন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
১ মাস আগে
রাষ্ট্রপতি ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: অন্তর্বর্তীকালীন সরকার
রাষ্ট্রপতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীদার। এটা (বিএনপির সঙ্গে আজকের বৈঠক) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ। কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা সময়মতো আপনারা জানতে পারবেন।
রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বারবার প্রশ্নের জবাবে আলম এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সম্পর্কে আশ্বস্ত করে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সুস্থ আছেন এবং যথারীতি বৈঠক করছেন।
আরও পড়ু্ন: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বিষয়ে আইন উপদেষ্টার অবস্থানকে সরকার সমর্থন করে।
তিনি আরও বলেন, 'আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে রাষ্ট্রপতির বিষয়ে যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার বিষয়ে মিথ্যাচারের জন্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভিযুক্ত করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির বক্তব্য তার শপথ লঙ্ঘন করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ বলেন, 'শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে রাষ্ট্রপতির দাবি মিথ্যা ও শপথের লঙ্ঘন।
আরও পড়ু্ন: রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ
১ মাস আগে