নিহত ১, আহত ১
চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী।
বুধবার (২৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে গুলিতে ডাকাত নিহত, গ্রামবাসীসহ আহত ৩
নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত সলেমান গাজীর ছেলে।
আর আহত উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক নিহত এবং একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনাকে পুনর্বাসন করতে চান রাষ্ট্রপতি: বিএনপি
১ মাস আগে