৬ একর
গাজীপুরে ৬ একর বনভূমি দখলমুক্ত
গাজীপুরে অভিযান চালিয়ে ৬ একর বনভূমি দখলমুক্ত করেছে যৌথ বাহিনী।
এই অভিযানে কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বনভূমিতে ২০০ নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন: আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
গাজীপুর কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দড়া মৌজায় এ অভিযান হয়।
বুধবার (২৩ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন- জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধের নিমিত্তে শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: বনভূমি জবরদখলমুক্ত করে বনায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী
১ মাস আগে