টায়ার কারখানা
চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন
চট্টগ্রামের হালিশহর থানায় একটি টায়ার কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে হালিশহর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় মাদ্রাসার পেছনে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম উপপরিচালক আব্দুল মালেক জানান, ‘আমরা ৯টা ২৫ মিনিটে খবর পেয়েছি। আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।’
১ মাস আগে