রয়েল রিসোর্ট
ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ধর্ষণের মামলায় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম।
রায় ঘোষণার সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, মাওলানা হকের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে তাকে নির্দোষ সাব্যস্ত করা হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি।
২০২১ সালের ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামুনুল হকের নামে মামলা হয়।ওই বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের আদালত ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেন আদালত। সেময় মামুনুল হকের বিরুদ্ধে বাদীসহ ৪০ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষদর্শীসহ ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।
১ মাস আগে