মির্জা জুটমিল
দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বাস উল্টে একজন যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিমলপুরে মির্জা জুটমিলের কাছে ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ত্রিশ ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিগবাজি খেয়ে উল্টে যায় বাসটি।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক
ফুলবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের নিম্নমানের একটি কোচ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাওয়ার সময় দিনাজপুরের ফুলবাড়ীর বিমলপুরে মির্জা জুটমিলের পাশে রাস্তায় সম্পূর্ণ উল্টে যায়। বাসটির ছাদ দেবে সিটের সঙ্গে মিলে গেছে। এতে দুর্ঘটনাস্থলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।
উপপরিদর্শক আরও জানান, এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
চালক ও হেলপারকে নিয়ে সুপারভাইজার পালিয়ে গেছে বলেও জানান রেজাউল করিম।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
১ মাস আগে