আল-মানার
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ গণমাধ্যমকর্মী নিহত
দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে চালানো এই হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে বৈরুতভিত্তিক প্যান-আরব আল-মায়াদিন টিভির দুই কর্মী রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
আল-মায়াদিন এক প্রতিবেদনে জানায়, লেবাননে হামলায় তাদের ক্যামেরা অপারেটর ঘাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিদা মারা গেছেন।
এছাড়াও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সংশ্লিষ্ট আল-মানার টিভি জানিয়েছে, হাসবায়া অঞ্চলে বিমান হামলায় তাদের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম নিহত হয়েছেন।
স্থানীয় নিউজ স্টেশন আল জাদিদের প্রচারিত ওই ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমের ভাড়া নেওয়া অনেকগুলো শ্যালেট বিধ্বস্ত হয়ে গিয়েছে। ধসে পড়েছে ভবনগুলো। প্রেস লেখা গাড়িগুলো ধ্বংসস্তূপে ঢেকে গেছে।
আরও পড়ুন: লেবাননে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের হামলা
এই হামলা চালানোর আগে কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে সপ্তাহের শুরুতে দক্ষিণ বৈরুতে আল-মায়াদিনের একটি অফিসে হামলা চালায় ইসরায়েল।
গত বছরের ৮ অক্টোবর লেবানন-ইসরায়েল সীমান্তে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন।
গত নভেম্বরে ড্রোন হামলায় আল-মায়াদিন টিভির দুই সাংবাদিক নিহত হন। এর এক মাস আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে রয়টার্সের ভিডিওগ্রাফার ইসাম আবদাল্লাহ নিহত হন এবং ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও কাতারের আল-জাজিরা টেলিভিশনের অন্যান্য সাংবাদিক আহত হন।
আরও পড়ুন: লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি
৪ সপ্তাহ আগে