উপস্থিতির হার ৬৯%
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৯%
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সারাদেশে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ৬৯ দশমিক ৬ শতাংশ।
শুক্রবার (২৫ অক্টোবর) ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা-গবেষণা নিশ্চিত করা হবে: ভিসি নসরুল্লাহ
সিভাসুর তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে শুক্রবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ৭৫ হাজার ১৭ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৫১ হাজার ৮১১ জন। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২০৬ জন পরীক্ষার্থী।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সূত্রে জানা যায়, বাকৃবিতে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৬ শতাংশ। মোট ১২ হাজার ৬৩৪ জন ভর্তিচ্ছুর বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৫ জন এবং অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৭৫৯ জন।
উল্লেখ্য কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩,৭১৮ টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর এবং সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ৯-১২ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে আহ্বান কৃষি উপদেষ্টার
১ মাস আগে