আন্তঃনগর এক্সপ্রেস
পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর শুক্রবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্টেশন সূত্র জানায়, বৃহস্পতিবার স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়ার সময়সূচির শেষ ট্রেন ছিল। রাত ১২টা ৫ মিনিটে শাহজাহানপুর এলাকায় ট্রেনটি ছেড়ে যাওয়ার ২৫ মিনিটের মধ্যে লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল ৬টা থেকে স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও লাইনচ্যুত হওয়ায় ট্রেন ছাড়তে দুই ঘণ্টা দেরি হয়।
কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করার পর সীমিত আকারে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
১৪৩ দিন আগে