মঈন আবদুল্লাহ গ্রেপ্তার
সাবেক চিফ হুইপ হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আবদুল্লাহ গ্রেপ্তার
সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবগত রাত সাড়ে ৩টায় রাজধানীর গুলশান-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মঈনকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
১ মাস আগে