ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দিবাগত রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন ও শিয়ালকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিবনাথপুর গ্রামের বাসিন্দা আলম শেখ।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন: গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, শনিবার রাত ৯টার দিকে সমাজকল্যাণ মোড় থেকে ছাত্রলীগ নেতা লিমনকে ও গভীর রাতে শাহজাদপুর থেকে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে এবং আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শেখ সেলিম ও যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন। এছাড়া আলম শেখকে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে আলম শেখকে শনিবার বিকালে এবং অপর দুজনকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার
১ মাস আগে