মাটিকাটা
লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে মো. শহিদুল্লাহ সরু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। শহিদুল্লাহ আমুদা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
জানা গেছে, শহিদুল্লাহ রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামত করছিলেন। মাটি কাটা অবস্থায় প্রতিবেশী শহিদ উল্লাহ এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দিলে একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
৩ সপ্তাহ আগে