নভেম্বর-ফেব্রুয়ারি
৩ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাকে নভেম্বর-ফেব্রুয়ারি এসি ব্যবহার বন্ধের নির্দেশ
আসন্ন শীত মৌসুমে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস এসি ব্যবহার না করতে তিনটি মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রণালয়গুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।
এসব মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন।
আরও পড়ুন: এসির বাতাসে শিশুকে নিরাপদ রাখবেন যেভাবে
এতে বলা হয়, দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এই পদক্ষেপ সেচের জন্য বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, সারের উৎপাদন বৃদ্ধি এবং শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে সহায়তা করবে।
সবার সহযোগিতা কামনা করে বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়কে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশনা জারি করা হয়েছে।
১ মাস আগে