রাফাল চুক্তি
ফ্রান্স-বাংলাদেশ সম্ভাব্য রাফাল চুক্তি নিয়ে প্রতিবেদনটি 'অসত্য': প্রধান উপদেষ্টার প্রেস উইং
রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চুক্তির খবররের ভিত্তিহীন দাবিগুলোকে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ভারতীয় প্রকাশনা দ্য সানডে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে আলোচনার কারণে ‘বাংলাদেশের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করতে চায় ফ্রান্স।’
এই প্রতিবেদনটি প্রকাশের পরেই প্রতিক্রিয়া জানায় প্রেস উইং।
আরও পড়ুন: অনলাইনে আয়কর পরিশোধের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ফেসবুক পোস্টে বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ধরনের কোনো চুক্তির বিষয়ে অবগত নয়।’ ‘আলোচনা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশ এখনো ফ্রান্সের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।’
২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের অধীনে সম্ভাব্য রাফাল চুক্তি নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। পরে কোভিড-১৯ মহামারির কারণে আলোচনা স্থগিত হয়ে যায়। এরপর থেকে চুক্তিটি পুনর্বিবেচনার কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আরও পড়ুন: আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে নৌবাহিনী-বিমানবাহিনী: প্রধান উপদেষ্টা
১ মাস আগে